বিবরণ
শ্রীগদ্যশরীর গ্রন্থটি পঞ্চপল্লবে উপন্যস্ত। প্রতিটি পল্লবে চারটি করে প্রবন্ধ নিয়ে মোট কুড়িটি প্রবন্ধ এই গ্রন্থে সংকলিত হয়েছে। সাহিত্য, ইতিহাস, দর্শন, লোককথা ও মহাজীবন—এই প্রবন্ধসমূহের কেন্দ্রীয় বিষয়বস্তু। পাঠকের মনে চিন্তা, চর্চা, মনন, বিশ্লেষণ ও অনুধ্যানের উদ্দীপনা সঞ্চারিত করাই এই গ্রন্থের উদ্দেশ্য।
মনন সব সময়েই একটা বহুস্তরিত ব্যাপার। জীবন থেকে শিল্পসাহিত্য, শিল্পসাহিত্য থেকে হৃদয়বৃত্তির জাগরণ, হৃদয়োন্মেষ থেকে অধ্যাত্মবিদ্যা—মাটি থেকে আকাশের দিকে ক্রমশ ডানার বিস্তার। লেখকের দৃষ্টিতে জীবন আসলে এক সমগ্রতা—যা পরস্পরবিরোধী প্রবণতাসমূহকে এক আধারে ধরে রাখে। ধরিত্রী যেভাবে ধারণ করে রাখেন অযুত বিরুদ্ধ সম্ভাবনাকে তাঁর সুকঠিন গর্ভকোষের ভিতর।