বিবরণ
কিশোর জ্ঞান-বিজ্ঞান পত্রিকায় (পূজাসংখ্যা-২০১৮) প্রকাশিত উপন্যাস ‘সপ্তরঙ্গে ভূতের নাচন’ আদতে ছিল শিশু সাহিত্যের মোড়কে একটি সুতীক্ষ্ণ পলিটিক্যাল স্যাটায়ার। যার শাণিত ফলা, বারংবার ফালাফালা করে দেখিয়ে দিয়েছে সেই সমস্ত রাজনৈতিক সত্তার ‘দুনিয়াদারি’, যাদের মুখ আর মুখোশ আলাদা করাই বিষম দায় হয়ে পড়ে মাঝে মাঝে।
হরবোলা হাতুড়ি, কালী কাপালিক কাস্তে, বিপ্লবকুমার, ঝান্ডু বাম-চরিত্রের এমন নামকরণ দেখলেই বোঝা যায় কিশোর সাহিত্যের মোড়কে আসলে কী বলতে চাওয়া হয়েছে এই বিস্ফোরকে।
২০১৮-১৯-এ একটি পরিসরে বহুল চর্চিত এই উপন্যাস, গ্রন্থ আকারে প্রকাশিত হল-‘সাত সতেরো রহস্য’ নামে। মজাদার ‘নিউম্যারিকাল ম্যাজিক’ এবং অন্য রহস্যের সমাধান, ছোটোরা করুক ছোটোদের মত, আর বড়রা বড়দের মত। দরজা সবার জন্য হাট করে খোলা...