বিবরণ
‘সাহিত্যের খুটিনাটি’ আসলে বাংলা সাহিত্যের একটি কোষ গ্রন্থ, অর্থাৎ আদি-মধ্য ও আধুনিক যুগে যত আখ্যান, নাটক, উপন্যাস প্রভৃতি লেখা হয়েছে তার বর্ণানুক্রমিক একটি সংক্ষিপ্ত পরিচিতি-গ্রন্থ। বিভিন্ন নির্বাচনী পরীক্ষা এবং স্নাতক শ্রেণীর পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা যেসব গ্রন্থের টীকা ও সংক্ষিপ্ত পরিচয় নিয়ে দিশাহারা হয়ে পড়েন, সেই সব গ্রন্থের একটি পত্রিচয়ের নিশা তারা এখানে পেয়ে যাবেন। ছাত্রছাত্রীরা উপকৃত হলে এর একটি পূর্ণতর রূপ দেওয়া হবে।