বিবরণ
‘রুপোলি সেফটিপিন’-এর পাতায় পাতায় মেঘলা আকাশ, বৃষ্টি, মনকেমন আর এক বিস্তীর্ণ নস্টালজিয়া। আছে শহর কলকাতা ও শহরতলির গল্প। আর আছে সম্পর্ক, সমাজ ও সমকালকে সঙ্গী করে আটপৌরে যাপনের চিত্রকল্প। কাঠামোগতভাবে গদ্য কবিতা, পদ্য বা ছড়াকে আলাদা করা হয়নি। বরং মরুভূমি আর সবুজ বৃষ্টিবনের মাঝে যে নিরন্তর দ্বন্দু, যে নিবিড় সলিলকি, যে অবিরাম পথ চলা, ‘রুপোলি সেফটিপিন’ শুধু তার সফরসঙ্গী হয়েছে। তাকে আগলে রেখেছে দু-মলাটে।