বিবরণ
এই বই শাসনের গল্প যাদের লুকিয়ে রাখা বা দমন করে রাখা সম্ভব হয়নি রাজবাড়ির অন্দরমহলে! আমরা কেবল রাজাদের গল্প পড়ি! বীর রানিদের, রাজকন্যাদের সাম্রাজ্য শাসনের গল্প তাঁদের বীরগাঁথা আমাদের জানা হয় না। এই বই এমনই তিরিশ জন ভারতীয় নারীর গল্প বলবে যাঁরা একাধারে শাসন করেছিলেন তাঁদের বিশাল সাম্রাজ্যকে আর অপরদিকে যুদ্ধ করেছিলেন বহিরাগত শত্রুর বিরুদ্ধে। অসীম তাঁদের সাহস, অসম্ভব তাঁদের বুদ্ধি। আর অসাধারণ আধুনিক মনস্কতার পরিচয়। যা আমাদের ভাবতে বাধ্য করবে, আমরা কি সত্যিই আধুনিক? আবার এঁদের গল্পই আমাদের বিশ্বাস করতেও বাধ্য করবে আমরা ইচ্ছে থাকলে সব পারি!