বিবরণ
ঋজু গাঙ্গুলীর অনুবাদে বিশ্ব-সাহিত্যের দশটি রোমহর্ষক রহস্যময় গল্প দুই মলাটে রূপান্তরিত এই বইয়ে। লেখক তালিকায় রয়েছেন আগাথা ক্রিস্টি, চার্লস বোমঁ, স্টিফেন কিং, বব লেম্যান, রেজি অলিভার, এম.আর.জেমস, ম্যানলি ওয়েড ওয়েলম্যান, ফ্রিৎজ লিবার, এডমন্ড ক্রস্পিন, অ্যালিস্টেয়ার রেনল্ডস প্রমুখ।