বিবরণ
কলকাতার প্রথম বাজার থেকে অতীতের হগ মার্কেট কিংবা টেরিটি বাজারের ইতিহাস কী? জানবাজার, শ্যামবাজার, বাগবাজার, চিনাবাজার, লালবাজার কিংবা বউবাজার নাম হল কী ভাবে? টালিগঞ্জ, বালিগঞ্জেরই-বা নাম হল কী ভাবে? পুরোনো কলকাতার মাছবাজার, মাংসের বাজার, মৃৎ-শিল্পীদের বাজার, রেকর্ডের বাজার, অ্যান্টিকবাজার, চোরবাজার, পটুয়া বাজার অতীতে কোথায় ছিল? পুরোনো কলকাতায় সুতানুটির হাট, সরশুনার হাট কিংবা মংলা হাটের জন্ম হল কী ভাবে? এশিয়ার বৃহত্তম ফুল বাজার কোথায় জানেন? বড়োবাজার থেকে বইবাজারের আত্মকথাকে তুলে ধরেছেন লেখক-গবেষক অনিরুদ্ধ সরকার।
কলকাতার পুরোনো বাজার হাটে লেখক হাজির করেছেন পুরনো কলকাতার হাজারো অজানা বিষয়।