বিবরণ
আনন্দমেলা মানেই বাঙালির ছোটবেলা। কল্পনার জাল বুনতে শেখা, মনের জানালা খুলে দিয়ে অবাক হয়ে বাইরে তাকানো। ১৩৭৮ বঙ্গাব্দে (ইংরেজি ১৯৭১)প্রথমবার পুজোর সময় প্রকাশিত হয় পূজাবার্ষিকী আনন্দমেলা। ছোটদের মনের মতো রঙিন পূজাবার্ষিকীর সেই যাত্রা শুরু। তারপর থেকে কেটে গিয়েছে প্রায় ৩৫ বছর। দুর্গাপুজোর মণ্ডপ, নতুন জামার গন্ধ, হিমেল ভোর আর সাদা মেঘের সঙ্গে আলাপ করিয়ে দিতেই যেন আনন্দমেলা পূজাবার্ষিকী আসে। এখনকার দিনে আর শিশিরভেজা শিউলি, কাশফুল বা সোনালি রোদ দেখতে পায় ক’জন? আজকাল পুজো মানে সরু গলিতে প্যান্ডেলের জন্য বাঁশ আর দড়িদড়া পড়া, দোকানে-দোকানে ‘সেল’ বা নতুন স্টক আসার খবর, টিভি বা কাগজে হঠাৎ শিরোনামে উঠে আসে কুমোরটুলির ঠাকুরগড়া আর জানা যায় কোন পুজোয় এবার কী চমক। পুজোর ছুটি অবশ্য আগের মতোই আছে, আর আছে পুজোর আনন্দমেলা।