বিবরণ
‘সরসতা মানে খেলো ঠাট্টা বা ছেঁদো রসিকতা নয়। সরসতা গভীর জিনিস। তারই মধ্যে গোটা জীবনদর্শন ধরা থাকে। হাসি হচ্ছে দুনিয়া দেখার একটা ঢং। রঙ্গরস করতে গেলে, বিশ্বব্রহ্মাণ্ডের কাছে নিজেকে বিলিয়ে দিতে হয়। রোজকার জীবনের তলায় তলায় সরসতা বা হাসির যে স্রোত বইছে, পাথরটা সরিয়ে, তার মুখটা খুলে দিতে হয়।’ লীলা মজুমদারের কথামতো পাথরটা সরিয়ে মুখটা খুলে দিতে পারলে বুকের ভেতর থেকে সরসতার যে স্রোতধারা বেরিয়ে আসে, ‘পরবাসে নিজভূমি’ সেটাই।