বিবরণ
বিংশ শতাব্দীর সূচনালগ্নে অবিভক্ত বাংলার সংখ্যাগরিষ্ঠ সমাজে এক পরিবর্তন পরিলক্ষিত হয়। বলা ভালো, সমাজ, ধর্ম, ভাষা, শিক্ষা, রাজনীতি নিয়ে তাদের একাংশের মধ্যে চৈতন্য গড়ে ওঠে যা ক্রমে গোটা সমাজে পরিব্যাপ্ত হতে থাকে। নানা প্রশ্ন যেমন উঠে আসতে থাকে, তেমনি অধিকারবোধ জাগ্রত হয়। ভূখণ্ডের অপর সম্প্রদায়, অর্থাৎ হিন্দুদের সঙ্গে তাদের সম্পর্ক হোক বা সাম্রাজ্যবাদী শক্তির মূল্যায়ন, গোটা উপমহাদেশের মুসলমানদের মধ্যে তাদের স্থান হোক বা জাতি সত্তার প্রসঙ্গ– বিবিধ প্রসঙ্গ নিয়ে শুরু হয় গভীর চিন্তন। বর্তমান সংকলন এই গোটা প্রক্রিয়ার ওপর আলোকপাত করেছে।