বিবরণ
ওপারের ছায়া হ্যালুসিনেশন বা প্রত্যক্ষণ বিভ্রমের কাহিনি নয়। এই গল্পের নায়ক দিবাকর ব্যানার্জীর জীবন সাধারণ মানুষের মতো নয়। দিবাকরের ইহলোক আর পরলোকের মধ্যে প্রায়শই যাতায়াত ঘটেছে। এই কাহিনি দিবাকরের জীবনে কল্পনাবিভ্রম নয়, এ তার এক ব্যতিক্রমী জীবনের কথা। আর এই সত্য-জীবন সম্পর্কে দিবাকরের যে প্রশ্ন ছিল তার কি নিরসন হয়েছিল? তারও জবাব পাবেন পাঠক উপন্যাসের শেষাংশে।