বিবরণ
‘নদী তুমি কোথা হইতে আসিয়াছ’ প্রশ্নে নদীর পূর্বাপর অস্তিত্বের কৌতূহল জাগায় কিন্তু বর্তমান বইটি নদীর ভবিষ্যৎ সংকট নিয়ে কিছু অমোঘ প্রশ্ন তুলে ধরেছে। যেমন, নদী শাসনের পথ ধরেই ঔপনিবেশিক অনুপ্রবেশ অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে, জলজ্যান্ত নদী মুনাফার আগ্রাসনে স্রেফ বিক্রি হয়ে গেছে, আস্ত নদী মানুষের অত্যাচারে অসহায় পথ হারিয়ে মরেছে, নদীকে কেন্দ্র করে বেআইনি পাচারের করিডর তৈরি হয়েছে, বিশ্বায়নের হিড়িকে নদীপারের গ্রামীণ ঐতিহ্য শিল্প-সংস্কৃতি নিশ্চিহ্ন হয়ে গেছে। বইয়ের অন্য মেরুতে আছে নদীপারের গ্রাম-নামের উৎসকথা, উপন্যাসের নদীকথা, প্রাচীন জনপদের মরমি ইতিহাস, সিন্ধুপারের লাদাখে বৌদ্ধ পরিক্রমা, অজয়ের ঘরগেরস্থালি থেকে নদী ভাঙনের করুণ পরিণতি। চব্বিশটি নির্বাচিত কলমে তাই এই বইটি নদী গবেষণার ক্ষেত্রে একটি অমূল্য সংযোজন।