বিবরণ
আমাদের ঝরানদী ছিল। আমাদের বড়োনদী ছিল। আমাদের হাত ধরা বক্সা অরণ্য ছিল। আমাদের হাতে ধরা জাতীয় পতাকাও ছিল। এখন কমে গেছে ওই পথে চলা। যুগ যুগ ধরে নদী-অরণ্য-পাহাড়ের মধ্যে ধাবমান জীবনে নরনারীর প্রেমে কবির স্পষ্ট উচ্চারণ। পূর্বরাগ থেকে আলাপ বিস্তারে বেহালার সুর ভেসে যায়। দিগ্বিদিক ধ্বনিত হয় সুর মায়াজালে। অধিক রাতে অসীম ধৈর্যে প্রেমের পূর্ণতা প্রাপ্ত হয়।