বিবরণ
জীবন তরঙ্গে ভেসে আসে নানা অনুভূতির ছন্দ দোলা। উত্তাল হয়ে আসে ভালবাসা, স্বপ্ন ভঙ্গ, বিশ্বাস, অবিশ্বাস, অবসাদ, উৎসাহ। জীবন, মৃত্যুর মাঝে আসে গভীর চিন্তা। ভুল ভ্রান্তির মাঝে আসে প্রত্যাশা, প্রতিজ্ঞা ভরা মানসিক অবস্থান আবার কখনও মনে জাগে সমস্ত প্রতিকূলতা ছাপিয়ে উত্তরণ। সব কিছু মিলে মিশে ওঠে ছোট বড় ঢেউ। জোয়ার ভাঁটার টানে মনে ফিরে ফিরে আসে নানা ঘটনা। তারা মনের সিক্ত ভূমিতে দাগ রেখে যায়। সেই আঁকি বুকি কাটা বিচিত্র অনুভবের আলপনায় ভরা কিছু গল্প এই বইটিতে ব্যক্ত হয়েছে।