বিবরণ
যিশু- সর্বজন শ্রদ্ধেয় সেই মানুষটির নাম, যিনি আজ ঈশ্বরে পরিণত হয়েছেন। তাঁর অন্যান্য পুরুষ সহচররাও পেয়েছেন এক- একজন মসিহা’র স্ট্যাটাস। আর মেরি? না না, যিশুর মা অথবা বোন মেরি নন! এ এক অন্য মেরি। ইতিহাস কখনও তাঁকে দিয়েছে পতিতার পরিচয়, কখনও বা ‘সিনার’ মেরি বলে আখ্যা দিয়েছে। আবার কখনও তিনি পেয়ছেন যিশুর প্রেমিকার পরিচয়। কেউ কেউ বলেন, তিনি নাকি ছিলেন যিশু নামক ঈশ্বরের স্ত্রী, তাঁর ঔরসজাত সন্তানের মা, পবিত্র ব্লাডলাইনের বাহক। তবে আসলে কে ছিলেন এই মেরি, ইতিহাস যাকে ‘মেরি অফ ম্যাগডেলা’ নামে চেনে।
বাইবেল বলছে, পুনর্জন্মের পর যিশুকে প্রথমবার দেখেছিলেন এই মেরিই। আর সেখান থেকেই জন্ম হয় খ্রিস্টানিটির। অথচ সেই ঘটনার পর বাইবেলে আর কোথাও খুঁজে পাওয়া যায় না এই মেরির অস্তিত্ব। হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন তিনি? নাকি কোনও বিশেষ কারণে কেউ বা কারা তাঁকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল? বঞ্চিত করতে চেয়েছিল তাঁর প্রাপ্য মর্যাদা থেকে? খুঁজে দেখব আমরা…