বিবরণ
ক্রিয়াযোগ এখন সাধন জগতে এক সর্বসম্মত সাধন পদ্ধতি। বেশিরভাগ সময় এই যোগ পথকে বিশ্লেষণ করতে গিয়ে একে জটিল তত্ত্ব সমন্বিত করে এর মৌলিকতা হারিয়ে যায়। অতি বিশ্লেষণ মুখরিত উপস্থাপন বিষয়টাকে মহিমান্বিত না করে বরঞ্চ আরও দুর্বোধ্য করে তোলে। বাস্তবে কোন সাধন পদ্ধতি অবলম্বন করে সত্য উদ্ঘাটন করা যায়না। সত্য কোন সর্ত সাপেক্ষও নয়। সত্য স্বয়ং প্রকাশ। আলোচনা যদি সত্যকেই অস্বীকার করে তবে আরও বিভ্রান্তি ছড়াবে। তাই আলোচনা যেন সত্য অভিমুখে থাকে।