বিবরণ
‘রোম্যান্টিক গল্প’ শব্দবন্ধটি শুনলেই আজকের বিদগ্ধ পাঠক মুখ ঘুরিয়ে নেন। তার কারণ বোধ হয় এটাই যে এখনকার গুরুত্বপূর্ণ লেখকরা এই জঁরটিকে সযত্নে এড়িয়ে যান এবং বর্তমানের জনপ্রিয় লেখকরা ‘রোম্যান্টিক গল্প’ বলতে যেগুলো লেখেন, তা মূলত কিশোর-পাঠ্য কিছু হালকা লেখা। যা পাঠকের সাময়িক বিনোদনের খোরাক হলেও গভীরে কোথাও রেখাপাত করে না। কিন্তু এই রোম্যান্টিক গল্পের সংকলনটি সম্পূর্ণতই একটি ব্যতিক্রম। নির্বাচিত প্রত্যেকটি গল্প স্বকীয়তায় উজ্জ্বল। গল্পগুলো মূলত প্রেমের হয়েও তার সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে মানুষের বেঁচে থাকার লড়াই, সমাজ, অর্থনীতি, মানসিক দোলাচল, শ্রেণিচেতনা, ঈর্ষা, আধুনিকতার সংকট... সব কিছু। কোথাও ভালোবাসা পরিণতি পেয়েছে, কোথাও হেরে গেছে, আবার কোথাও প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে পাঠকের সামনেই। ফলত গল্পগুলো তথাকথিত স্বপ্নাচ্ছন্ন রোম্যান্টিক গল্পের সীমানা ছাড়িয়ে রক্ত-মাংসের বাস্তব হয়ে আমাদের মুখোমুখি দাঁড়িয়ে পড়েছে। হয়ে উঠেছে সমসময়ের দর্পণ। এখানেই এই সংকলনটির সার্থকতা।