বিবরণ
খ্রিস্টীয় অষ্টম শতক থেকে নিরবচ্ছিন্নভাবে বহমান বাঙালির সংস্কৃতি ও সাহিত্য অবিভাজ্য চেতনারই অভিব্যক্তি। রাষ্ট্র বিপ্লবে অখণ্ড-বঙ্গভূমির মানচিত্র ছিন্নভিন্ন হয়ে গেছে। রুচি ও অবস্থান পাল্টে গেছে; ৰ্জীবনের তাৎপর্য কেবলই পুনরাবিষ্কৃত হয়েছে। এই প্রক্রিয়ায় হিন্দু-ব্রাহ্ম-ইসলাম ধর্মের অবদান যেমন অনস্বীকার্য, তেমনি বিভিন্ন লোকায়ত পরিসরের অবদানও কম নয়। দেশভাগের পরে বাংলা ও বাঙলির অবস্থান আমুল পরিবর্তিত হলেও কবিতায় ও কথাসাহিত্যে অব্যাহত থেকেছে সৃষ্টি ও নির্মাণের যুগলবন্দি। মুক্তিযুদ্ধের পরিণামে পূর্ব পাকিস্তানের পাঁজর থেকে যখন জন্ম নিল বাংলাদেশ, অন্তর্বস্তু ও প্রকরণের বিনির্মাণ অব্যাহত রইল। বাংলাদেশের কথাপরিসর বিশ্লেষণ করে অনবদ্য কিছু বয়ান রচনা করেছেন এ সময়ের যশস্বী সমালোচক তপোধীর ভট্টাচার্য।