বিবরণ
এই লেখাকে আত্মজীবনী বলা যায় না তার বড়ো কারণ সময়ের যে ক্যানভাসটা বেছে নিয়েছেন লেখক সেটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উত্তাল মুহূর্ত। আর এপার বাংলায় দলে দলে চলে আসা উদ্বাস্তু, কমিউনিস্ট আন্দোলন, শোচনীয় আর্থ-সামাজিক অবস্থা, এসব মিলে বাঙালির চরিত্রে জাতিগত চরিত্র একটা বড়ো বাঁকের মুখে। এপারের বাংলা যেন অস্থিরতা কাটিয়ে একটা সামাজিক সাম্য চাক্ষুষ করবার জন্য অস্থির, উগ্র, ব্যগ্র। এমনই ভাবনায় ধরা
স্মৃতিকথামূলক উপন্যাস।