বিবরণ
যে মুহূর্তে এই পাণ্ডুলিপি কবির পাঁজর ভেদ করে প্রকাশকের চৌকাঠ দিয়ে বেরিয়ে পাঠকের অঞ্জলিতে উন্মোচিত হবে সে মুহূর্ত থেকে কবির উচাটন প্রেম, অক্ষম অভিব্যক্তি, কবির ‘তুমি’ হয়ে যাবে একটা সাবজেক্ট। যা সসীম বাজারজাত বিশ্লেষণযোগ্য। বইয়ের একেকটি কবিতা বিভিন্ন অনুভূতির নদী হয়ে প্রেমের পরত আলগা করতে করতে উন্মোচন থেকে অবশ্যম্ভাবী পরিসমাপ্তি পর্যন্ত প্রবাহিত হয়। তুলে ধরে তিন ভাগ করা জীবনে হিমালয়ের চূড়ার মতো ভেসে থাকা প্রতিশ্রুতি, উপহারের মতো কলমকারি।