বিবরণ
একদা ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত বুদ্ধদেব বসুর তিনটি রচনা বর্তমান গ্রন্থে স্থান পেয়েছে। মৃত্যুর পূর্বে এই বইয়ের পাণ্ডুলিপি তৈরির সময়ে তিনি কিছু পরিবর্তন করেছিলেন। পাঠকের অবগতির জন্য ওই রচনাগুলির প্রথম প্রকাশের তথ্য গ্রন্থশেষে সন্নিবিষ্ট করা হয়েছে। বলা যেতে পারে মৃত্যুর পূর্বে কবি ও কবিতা বিষয়ে এই তিনটি রচনাই বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। কবিতার গভীর তত্ত্বালোচনা এত যে প্রাঞ্জল হতে পারে, বুদ্ধদেব বসুর এই রচনা তার সাক্ষ্য বহন করছে।