বিবরণ
প্রায় পনেরো বছর ব্যাপী বিভিন্ন সময়ের বিক্ষিপ্ত কিছু ভাবনা লিপিবদ্ধ করে রেখেছিলেন লেখক। ভাবছিলেন, এগুলোকে একটা কোনো কিছুর রূপ দেওয়া যায় কিনা। কেতাব-ই প্রকাশনা দায়িত্ব নিলেন এগুলোর একাংশকে গ্রন্থাকারে প্রকাশের। পূর্ণ রূপ পেল, তৈরি হল একটি কাব্যগ্রন্থ। নাম: ‘কবিতার মতো’। পাঠকের কাছে পৌঁছ দেওয়া সম্ভব হলো ভিন্ন স্বাদের কিছু লেখা।