বিবরণ
জঙ্গল এই শব্দটি শুনলেই আমাদের মনে গা-ছমছমে এক আলোছায়াময় প্রায় অচেনা জগতের কথা ভেসে ওঠে। শীর্ণ সূড়িপথের দু- ধারে নিঝুম গাছের দল, বনফুল, শুকনো পাতা, আশ্চর্য সব লতাগুল্মে সাজানো সেই ভুবনের গহিন অন্তঃপুর থেকে আমাদের দিকে চেয়ে থাকে হিংস্র শশ্বাপদ-আমরা হয়তো তাকে সব সময় দেখতে পাই না, কিন্তু সে দ্যাখে আমাদের সর্বদা। দিনের আলো মুছে যেতেই সেখানে রাত্রি হয়ে ওঠে রহস্যময়ী, বাতাসে ভেসে বেড়ায় কত দেহহীন স্বর, ধীর লয়ে রচিত হয় এক অন্য আখ্যান- জগৎ কেমন সেইসব কাহিনি? অরণ্যকথা সিরিজের তৃতীয় এই বইয়ে লেখক শুনিয়েছেন তেমনই দশটি রোমাঞ্চকর গল্প, জঙ্গলের গল্প।