বিবরণ
এই ধারাবিবরণীমূলক কথকতার পরতে পরতে বিছানো রয়েছে ইতিহাস, দর্শন, ধর্মতত্ত্ব। স্বপ্নময় চক্রবর্তীর অন্যান্য অনেক উপন্যাসের মতোই এটিও তন্নিষ্ঠ গবেষণার ফসল। তবে লেখকের মতে এটি শেষ পর্যন্ত একটি প্রেমের উপন্যাস। 'জলের উপর পানি' উপন্যাসটি বাংলাভাষায় সাহিত্য অ্যাকাডেমি (Sahitya Akademi) পুরস্কার পায় ২০২৩ সালে।