বিবরণ
মানুষের মনের যে-দুটি চেতনা বা অনুভূতি কবিতার জন্মলাভে সাহায্য করে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্জনতাপ্রেম এবং আত্মমগ্নতা। লেখকের ব্যক্তিগত জীবনে এই দুটি অনুভূতিই চিরবিদ্যমান। আমাদের দৈনন্দিন জীবন, সমাজের নানাবিধ বাস্তব সমস্যাই লেখকের কলমে ফুটে উঠেছে। অক্ষরে অক্ষরে রূপ নিয়েছে কবিতার। আর তাই জন্ম নিয়েছে, ‘চেতনা হারাবার আগে তুমি বলো, তুমি জানতে?/ জানলার ওপারে অপেক্ষা করছে মৃত্যু!’ এমনই কিছু লেখার গুচ্ছকে গ্রন্থাকারে সাজিয়ে তৈরি হল এই কবিতার বই।