বিবরণ
বাংলা ভাষার বৈশ্বিকতা নিয়ে কথাবার্তা তেমন হয় না। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালি বিভিন্ন রকম লেখালেখি করে চলেছেন, পত্রিকা প্রকাশিত হয়ে চলেছে বাংলা ভাষায়, অথচ বিস্ময়করভাবেই বাংলা ডায়াস্পোরা শব্দবন্ধ তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। এই বইটি কেতাব-ই’র তরফে এই নেতিবাচক স্থিতাবস্থা ভাঙার এক উদ্যোগ।
এই লেখাগুলোর কয়েকটা প্রথম লেখা হয়েছিল বেশ কয়েক বছর আগে। কিন্তু লেখাগুলো, ইংরেজিতে যাকে ডেটেড বলে, তেমন হয়ে যায়নি। কয়েকটা লেখা সামান্য সম্পাদনা করে এই সংকলনভুক্ত করা হল- তাতে রচনাগুলো রম্যতা হারাবে না এ কথা নিশ্চিত করেই বলা যায়।