বিবরণ
আটের দশক, বালিকা বিদ্যাভবন, ফি বছর রবীন্দ্রজয়ন্তী, পাঁচ ভাড়াটের এক ছাদ, শ্যাওলা মাখা উঠোন, উনুনের সাদা ধোঁয়ায় ভরে ওঠা পাড়া, লোডশেডিংয়ে মুড়ি আর চপের ঠোঙা-লেখক লিখতে চেয়েছেন এইসব, অথচ সমস্ত লেখা জুড়ে বিছিয়ে আছে সেই হলুদ রঙের আঁচলটি। এই বইয়ে অগ্রাধিকার পেয়েছে মেদুর মানুষগুলোর অনুষঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন আটপৌরে রান্না। কালো জিরে, পাঁচফোড়নের শব্দের সঙ্গে, বৃষ্টির বড়ো বড়ো ফোঁটার শব্দ মিশে যে কোমল ‘সা’ বেঁধে দিল, সেই আড়ম্বরহীন অথচ সৃজনশীল বেশকিছু রান্নার প্রকরণও বিধৃত হয়ে রইল এই বইয়ে।