বিবরণ
অন্ধকার বলতে সাধারণত দৃশ্যমান আলোর অনুপস্থিতিকেই বোঝায়। প্রতিদিন সূর্য উঠলেই কি অন্ধকার দূর হয়! মনের অন্ধকার? অসুখ পৃথিবীর কী ভীষণ কালো অন্ধকার। বটের ঝুরি বেয়ে ভোর এলেও আলো ফোটে না। যক্ষ্মপুরীতে ঘোর অন্ধকার। তবু বিশ্বাস করতে ইচ্ছে হয়… মানুষ অন্ধকার ছেঁকে আলো তুলে আনতে পারবে। অন্ধকারেই মিশে আছে আলো। অন্ধকারের আলোর খোঁজে আমলকী উপশম একান্ন শরীরের সেবায় মুমূর্ষুদের সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে মানুষ-আরোগ্যপথে, পরম আত্মীয়, ঈশ্বর হে।