বিবরণ
ঘুম এক বিশ্বস্ত ডায়ারি… বর্তমান সময়ের বলিষ্ঠ কথনে কলম ধরা কবি রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়ের নতুন কাব্যগ্রন্থ। সারাদিনের ক্লান্তিতে মানুষের দু-চোখে ঘুম নেমে আসে। ঘুমের মধ্যেই বহন করে চলে চিন্তাভাবনা, প্রতিবাদ, সংগ্রাম। তার কাছে লুকিয়ে রাখে ইচ্ছা, যন্ত্রণা, হতাশা, অভিমান, গোপন ভালোবাসা। খোলা চোখে যে বা যা কিছু দূরের, স্বপ্নের মতো; বন্ধ ঘুম চোখে সে বা সেগুলো ভীষণ কাছের আর আপন। কেউ জানবে না, কেউ দেখবে না সেই একান্ত ব্যক্তিগত ঘুম ডায়েরি। নিজের মতো যা খুশি যা ইচ্ছা প্রকাশ করা যায় তার কাছে। সেই অপ্রকাশিত সবকিছু সে বিশ্বস্ততার সঙ্গে রক্ষা করে চলে। সে-ই জানে সেই মানুষটি কেমন… কতটা শক্তিশালী, কতটাই-বা দুর্বল, কতটা প্রেমিক বা কতটা প্রতিবাদী, কতটা শৈশব-কৈশোর এখনও তার মধ্যে বর্তমান আর কতটাই-বা সে পরিণত!