বিবরণ
জীবন এমনই এক অন্বেষণের যাত্রাপথ যার নানা বাঁকে শাশ্বত জিজ্ঞাসা ও সমসাময়িক যুগের প্রশ্ণ মিলেমিশে অবধারিত হাজির হয়৷ এই জীবনের পরে কী আছে? এই জীবনের পূর্বে কি কিছু ছিল? আমি কোথা থেকে এলাম? ঈশ্বর কি আছেন? যদি থাকেন, তা হলে পৃথিবীতে এত দুঃখ–কষ্ট কেন? বাঁচব কী নিয়ে? সন্তানসন্ততি তথা আগামী প্রজন্মের জন্য কী দায়? জীবনের পাঠশালায় যে প্রশ্ণগুলো স্বাভাবিকভাবে মনে আসে, আপনিও ভেবেছেন–জীবনের চিরন্তন ও বর্তমান প্রশ্ণ নিয়ে–বিজ্ঞান–ধর্ম–দর্শন্ সম্মিলনে উত্তর অন্বেষণের মরমি অভিজ্ঞতা এই ব্যতিক্রমী গ্রন্থে৷