বিবরণ
কাহিনির প্রাণভোমরা হবে ভবিষ্যতের প্রযুক্তি বা যন্ত্র বা দুটোই। অজানার অভিযানে কল্পিত জীবের দেখা মিললেও কল্পনা বা জল্পনা কখনও বিজ্ঞানের নীতিসূত্র ছিঁড়ে দিয়ে মানসচারী হবে না। সংক্ষেপে এই হল কল্পবিজ্ঞান। প্রাথমিকভাবে বেশ কিছু বিচ্ছিন্ন প্রয়াস থাকলেও বাংলাভাষায় কল্পবিজ্ঞানের নিয়মিত যাত্রা শুরু হয় ছয়ের দশকে, মূলত অদ্রীশ বর্ধনের হাত ধরে, তবে অনস্বীকার্য যে ভিনদেশি কল্পবিজ্ঞান সাহিত্যের কাছে বাংলা ভাষার কল্পবিজ্ঞানের রয়ে গেছে জন্মগত ঋণ। কল্পবিজ্ঞানের আদি বনভূমিতে বড়ো বড়ো কিছু ফলবতী গাছের নিজস্ব আঙিনায় ঘুরে নানান স্বাদের ফল এই দুই মলাটের মধ্যে গ্রন্থিত হল।