বিবরণ
দয়াময় হল অংশুমান কর-এর লেখা একটি কবিতার বই। অংশুমান কর একজন খ্যাতনামা বাংলা কবি ও ইংরেজি সাহিত্যের অধ্যাপক (বর্ধমান বিশ্ববিদ্যালয়ে)। তাঁর এই গ্রন্থটি ২০২৩ সালে প্রকাশিত হয়েছে। "দয়াময়" বইটি সমকালীন বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। অংশুমান কর তাঁর সাহিত্যের জন্য কৃত্তিবাস, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, বঙীয় সাহিত্য পরিষদ পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।