বিবরণ
নয়ের দশক ফুরিয়েছে তার হাজারও মধুর অনুষঙ্গ নিয়ে। বিশ্বায়ন গ্রাস করেছে বিশ্ববাজার। প্রযুক্তির অবিশ্বাস্য অগ্রগতি ঘটছে; মোবাইল, ইনটারনেট কমিয়ে দিচ্ছে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তের দূরত্ব। এ রাজ্যের অধিবাসীদের জীবনও টালমাটাল-রাজনৈতিক অস্থিরতা, জমি দখল ও রক্ষার লড়াই, সর্বব্যাপক চূড়ান্ত বেকারত্ব তাদের দিশাহীন করে দিয়েছে। আত্মত্যাগের রাজনীতির ধারা ক্রমশ ক্ষীণতর হচ্ছে, তার জায়গা অধিকার করছে ‘পেয়ে যাওয়া’ এবং ‘পাইয়ে দেওয়া’র কারবারি। মরে যাচ্ছে সমাজের যত মহত্তম মূল্যবোধ। এর অনিবার্য প্রভাব এসে পড়েছে যুবমানসে—তার শিক্ষায় দীক্ষায় প্রেমে স্বপ্নে। এমনই এক কালক্ষণে জীবনে ‘প্রেম’কে সত্য মেনে এই উপন্যাসের মুখ্য চরিত্র সুনন্দন ডানা মেলেছিল। কিন্তু কে জানত পৃথিবীর পিচ্ছিল পাহাড়ি পথের বাঁকে বাঁকে তার জন্যে অপেক্ষা করছিল কত বিস্ময়, যাতনা, মিলন ও বিরহের উপাখ্যান! তেরো বছরের উড়ানের অন্তিমে সুনন্দন যে জীবনসত্যের মুখোমুখি দাঁড়াল, সে সত্য হয়তো আমাদের সকলের, বুঝি-বা একটি গোটা প্রজন্মের।