বিবরণ
বার্তাবহনের যে ইতিহাস মানব সভ্যতার আদিকালে শুরু হয়েছিল, পুলিশ-গোয়েন্দাদের হাত ঘুরে সেই দায়িত্ব এসে পড়ে ডাক বিভাগ নামক একটি আলাদা দপ্তরের হাতে। আবার জমিদারদের হাত ঘুরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পড়লে দপ্তরের নির্দিষ্ট পরিকাঠামো, প্রশাসন ইত্যাদি গড়ে ওঠে। ইংরেজ আমলে লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে ডাকঘরকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ১৭৭৪ সালে চালু হয় কোলকাতা জিপিও অর্থাৎ জেনারেল পোস্ট অফিস বা সর্বসাধারণের ডাকঘর। ক্রমে ডাকঘরে জনসাধারণ এবং কোম্পানির নিজস্ব ডাক গ্রহণ এবং পরিবহনের পাশাপাশি অন্যান্য কাজ এসে জুড়তে থাকে। সেই অন্যান্য কাজের লিস্ট বাড়তে বাড়তে আজ বিরাট লম্বা। সেভিংস ব্যাঙ্ক, মানি অর্ডার, আধার কার্ড, পাসপোর্ট, পেমেন্ট ব্যাঙ্ক, জীবন বীমা, কমন সার্ভিস সেন্টার, সিইএলসি ইত্যাদি। আজকের ডাকঘরের চেহারার সাথে জমিদারি ডাক ব্যবস্থার চেহারার বিন্দুমাত্র মিল খুঁজে পাওয়া যায় না। বিবর্তনের সেই ইতিহাসই লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে এই বইতে।