বিবরণ
মাত্র আটাশ বছর আয়ুষ্কালেই ভারতীয় চিত্রশিল্পী অমৃতা শের-গিল অনুভব করেছিলেন, শিল্প তখনই কালজয়ী হয়, যখন তা মানুষের কথা বলে। শিল্পীর কাজ প্রথমে সোনার কাঠির ছোঁয়ায় নিজের মনের ভেতরে ঘুমিয়ে থাকা অনুভূতিকে জাগিয়ে তোলা আর তারপর নিজের লক্ষ্যের সীমারেখাটিকে সফলভাবে স্পর্শ করা। তিনি আমৃত্যু বিশ্বাস করে এসেছিলেন, শিল্প তখনই সাফল্য অর্জন করবে, যখন তা সাধারণ মানুষের সুখ-দুঃখের যাপনচিত্র ফুটিয়ে তুলতে পারবে ক্যানভাসে। বৈপ্লবিক চিন্তাধারা, অনন্যসাধারণ প্রতিভা এবং বর্ণময় অনুভূতির প্রকাশ ঘটেছে তাঁর আঁকা ছবিতে। অমৃতার হাত ধরে ভারতীয় চিত্রকলা অনেকাংশেই সাবালকত্ব অর্জন করেছিল।