বিবরণ
রুহানির কাছে ক্রমাগত ফিরে আসতে হয়… ফিরে আসতেই হবে। এই পৃথিবী এক চেনা পৃথিবী, অনেকের বেড়ে ওঠার সাক্ষী হয়ে দাঁড়িয়ে, শহুরে তার চলনে জ্বাল দেওয়া দুধের মতো রোদ পড়েছে। অথচ হঠাৎ হয়ে যাওয়া উইকেন্ড ট্রিপের এত গল্প জমে গেছে যেন না-বলে ফেললে ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এভাবেই কবিকে জানান দেওয়া যে একটা বই করার সময় হয়েছে। আর যদি সে বই হয় কবির প্রথম বই, তাহলে তো মাশাল্লাহ্! হিন্দোলের পৃথিবী তাই এখন পাঠকেরও, এক চেনা পৃথিবী, অনেকের বেড়ে ওঠার সাক্ষী, শহুরে, তার পেটের মধ্যে অনেক গল্প, অনেক গন্ধ, ফিরে দেখা, এক গভীর পর্যবেক্ষণ। আর সবকিছুর বাইরে অমোঘ এক কবিতাবোধ, যার কাছে বারবার ফিরে আসতে হয়, ফিরে আসতেই হবে।