বিবরণ
মৃত্যু যেমন অনস্বীকার্য, তেমনই ভালোবাসা। ভালোবাসা ও মৃত্যু আসলে চেনা হয়েও অচেনা রয়ে যাওয়া দুটি পাখি। প্রাণোচ্ছল অথচ ভীষণ নিঃসঙ্গ এই দুই পাখির ওপর ঋজু ভাষায় সিনেমা নির্মাণ করেছেন রাজাদিত্য এই কাব্যগ্রন্থে। ক্যাকোফোনি ভরা জীবনে, ক্ষতবিক্ষত হয়ে যেখানে প্রতিনিয়ত আমরা শকুন বা শেয়ালের খাদ্য, সেখানে ভালোবাসা মৃত্যুর মতন এনে দিতে পারে শান্তি, নির্লিপ্তি ও প্রশান্তি যা অধিকাংশ মানুষের জীবনে অধরা রয়ে যায়। এই কাব্যগ্রন্থে সময়ের থেকে এগিয়ে থাকা কবি ও চলচ্চিত্র পরিচালক রাজাদিত্য, ভালোবাসা ও মৃত্যুর মাঝে আঁকেন এক ধূসর প্রান্তর, যেখানে ভালোবাসা অনায়াসেই ভিজিয়ে দেয় পাতা, যেখানে প্রেমের মানুষ কবরের দিকে তাকিয়ে প্রশান্তির হাসি হাসতে পারেন বৃষ্টিস্নাত ম্লান বিকেলে।