বিবরণ
চিরন্তন নিরন্তর স্রোতে এগিয়ে চলা কাল! নানাবিধ বিষয়ের বর্ণনায় রত। একটি বিষয়, অজস্র বৈচিত্র্যে অগণন ভাবনায় আছড়ায় এবং স্বাতন্ত্র্যবোধে যে বৈশিষ্ট্য ভরে, তার আকর্ষণ চেতনকে আবহমানকাল বহুধারায় সমৃদ্ধ করে। এহেন সমৃদ্ধ ভাব লেখিকার নিমগ্নতার বিষয় হয়ে শারদোৎসবে শ্রদ্ধার্ঘ্য যথা এক কাব্যগ্রন্থে প্রকাশিত হল। এই কবিতাডালি সেজেছে যে অভিধায় ‘বর্ণ গন্ধ রস রূপ’…