বিবরণ
বিশুদার চায়ের দোকানের উল্টোদিকে, তিস্তামতিদের ‘তারা মা মোবাইল রিপেয়ারিং অ্যান্ড সার্ভিসিং’। এখান থেকে মোবাইল রিচার্যও করা যায়।সিমুর বুকের মধ্যে গুমরে মরে মার্ক্সবাদ এবং ফেলে আসা হলুদ পাখি, এইদিকে মন্টি, পথ ভুলে পাক খায় প্রোমোটারির গড্ডালিকা প্রবাহে। কিন্তু দু’জনেই, কখন যেন বুঝতে পারে ব্যালেন্স শূন্য হয়ে গেলে ব্যালেন্স ভরার ঐ একটাই জায়গা, ‘তারা মা মোবাইল রিপেয়ারিং অ্যান্ড সার্ভিসিং’। এখানেই কি এই উপন্যাস, তুমুল সাম্যবাদ আর যাবতীয় ক্যাপিটালিজম পেরিয়ে হয়ে ওঠে ত্রিমুখী এক ভালবাসার গল্প? দেখাই যাক...