বিবরণ
মূলধারার অর্থনীতিতে এখন আর অর্থনীতিবিদ প্রায় নেই বললেই চলে, আছে শুধু fiscal auditors। ভাষা আন্দোলন নিয়ে কাজ করতে গিয়ে লেখক দেখেন নিম্নবর্গের মধ্যে ভাষা নিয়ে একদমই মাথাব্যথা নেই৷ বরং তাঁরা দৈনিক রোটি-কপড়া-মকান নিয়ে ব্যতিব্যস্ত। মূলস্রোতের অর্থনীতিবিদরা এঁদের ধারেকাছে পৌঁছন না। এই ধরণের অর্থনীতিকে নেতিকৃত করা হয়েছে এই কিতাবে। নিসর্গ এবং অর্থনৈতিক "উন্নয়ন"-এর আপেক্ষিক গুরুত্বপ্রদানের রাজনৈতিক খেলাকে আমল না দিয়ে মানুষের কারণে তৈরি হওয়া নিসর্গের বিপর্যয় এই বইটিতে বারংবার উঠে এসেছে। এতো কিছু নেতিকরণের পর শেষ প্রবন্ধটিতে তাই পেশ করা হয়েছে বি-কল্প-না-র "ইউটোপিয়া"।