বিবরণ
প্রবাসী পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হবার পর ১৯৩৯ সালে আরণ্যক পুস্তকাকারে প্রকাশিত হয়। ওড়িয়া, তেলুগু, গুজরাটি, মারাঠী, মালয়ালম, পাঞ্জাবী এবং হিন্দি সহ বিভিন্ন ভারতীয় ভাষায় এই উপন্যাস অনূদিত হয়েছে। আরণ্যক উপন্যাসের বহু চরিত্রের উল্লেখ তাঁর দিনলিপি স্মৃতির রেখাতে পাওয়া যায়। শুধু চরিত্রই নয়, প্রাকৃতিক পরিপার্শ্বের অনুষঙ্গেও স্মৃতির রেখা ও আরণ্যকের ভাষ্যে মিল রয়েছে।