বিবরণ
পাহাড় নদী জঙ্গল আর সবুজ অরণ্যানি বিস্তৃত ছোট্ট জনপদ যদুগোড়া। ভারতের একমাত্র ইউরেনিয়াম খনি অঞ্চল। পাহাড়ের পাদদেশ জুড়ে কোল, মুন্ডা, সাঁওতাল জনজাতির বসতি। প্রকৃতি এখানে স্নিগ্ধ শান্ত। উন্মুক্ত নীল আকাশ-রাত নেমে এলে জ্যোৎস্না গলা চাঁদ যেন রূপকথার মতো সুবর্ণরেখা নদীর কাছে গল্প বলে চলে। তবে এখানেও ছড়িয়ে পড়ছে নগরসভ্যতার কালান্তক ব্যাধি ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা। গ্রামের পর গ্রাম যেন মৃত্যুপুরী। প্রগতির কাছে যুদ্ধবন্দি প্রকৃতি আর বিধ্বস্ত জনপদের এক অনুচ্চারিত আখ্যান এই উপন্যাস।