বিবরণ
লুম্পেন মাত্রেই প্রোলেতারিয়েত নয়, এ কথা আমরা জানি। আদর্শ মানেই আত্মবলিদান নয়, এ কথাও আমরা শিখে গিয়েছি। এসবের মধ্যে থাকে নানা জটিল পর্যায়। যে পর্যায়গুলি ব্যক্তিগত, কখনও সামূহিক। সামূহিকতার জন্য প্রয়োজনীয় সাহসিকতা যে কোনো এক ব্যক্তিগত ক্রোধ থেকেও বহমান হতে পারে, আর সেখান থেকে তৈরি হতে পারে সংবেদনশীলতা, যে সংবেদ সঙ্গত তৈরি করতে সক্ষম পুরনো এক আদর্শবাদের সঙ্গে, এ সব দেখতে পাওয়া গিয়েছে এ উপন্যাসে। এ উপন্যাসও তৈরি করল উপন্যাসের নতুন সংজ্ঞা, থোড়-বড়ি-খাড়ার বাহিরে দাঁড়িয়ে।