বিবরণ
প্রেমকে যদি সংজ্ঞায়িত করতে বলা হয়, তবে তা সত্যিই খুব কঠিন কাজ। তবুও বলা যেতে পারে প্রেম মানুষের এক অনন্য আবেগ… অনুভব… আকাঙ্ক্ষা !… এক পবিত্র আলো!… যে আলোতে আটপৌরে জীবনের দিগন্তরেখা পেরিয়ে অনেকদূর পর্যন্ত প্রসারিত হয় মননের আলোকবৃত্ত!… প্রেম জীবনের এক পরম গন্তব্য। প্রকৃত প্রেমকে ছোঁয়া ঈশ্বরকে ছোঁয়ারই নামান্তর। তাইতো আমরা নানাভাবে, নানা পথে পৌঁছাতে চাই সেই গন্তব্যেই। এই কবিতা-যাপনও শুধুই সেই পরম গন্তব্যকে ছুঁতে চাওয়ার এক সাধনা।