বিবরণ
আনন্দমেলা মানেই ছোটদের অনাবিল আনন্দ-রাজ্যে প্রবেশের চাবিকাঠি। কত ধরনের গল্পই না প্রকাশিত হয়েছে আনন্দমেলার পাতায়। এর আগে সেই সব গল্প থেকে সংকলিত হয়েছে আনন্দমেলা গল্পসংকলন, পূজাবার্ষিকী গল্পসংকলন, ভূতের গল্পসংকলন, রহস্য গল্পসংকলন। আর এই সংকলনগুলি একদিকে ছোটদের যেমন দিয়েছে আনন্দ তেমনি বড়রাও এই গল্পের মধ্য দিয়ে খুঁজে পেয়েছেন তাদের ফেলে আসা শৈশবকে। এবার প্রকাশিত হল প্রথম বর্ষের প্রথম সংখ্যা থেকে শুরু করে ৫ ফেব্রুয়ারি ২০১১ পর্যন্ত প্রকাশিত আনন্দমেলার থেকে সংকলিত নির্বাচিত হাসির গল্প। আর আনন্দমেলার হাসি মানেই শৈশবের বাঁধনখোলা হাসি। বড় হয়ে যখন প্রাণখোলা হাসির অভাব বোধ হয়, তখন এই আনন্দমেলার হাসিমজাই পারে টেনশন থেকে বের করে আনতে। সেই সঙ্গে রইল সেকাল আর একালের বিখ্যাত শিল্পীদের অলংকরণ।