বিবরণ
এখানে সব কবিতাই ভালোবাসার কবিতা। যে ভালোবাসা আধুনিক।
আকুতিভরা অথচ স্ববিরোধী। যে ভালোবাসা নিজেকে পুড়িয়ে কাছের জনকে আলো দেখায়, সেই ভালোবাসাই আবার অকস্মাৎ যতি টেনে দেয়। প্রেম, বিরহ, বিচ্ছেদের অঙ্গারের মতো জ্বলতে জ্বলতে একক নক্ষত্রের মতো হয়ে যায় সেই ভালোবাসা। মেঘ তাকে ঢেকে দিলেও, তার দ্যুতি বিচ্ছুরিত হয়… যেমনটা তারাদের হয়ে থাকে আর কি!