বিবরণ
বংশের জ্যেষ্ঠ যে সে-ই নাকি সিংহাসনের অধিকারী। অর্থাৎ যুধিষ্ঠির না হয়ে যদি দুর্যোধন জ্যেষ্ঠ হত, তা হলে সে-ই রাজ্য রাজ্য পেত। একথা বলামাত্র নিয়মকানুন সব গুলিয়ে গেল। যদি এমন হত যে পাণ্ডু বনবাসী হলে ধৃতরাষ্ট্র সিংহাসনে বসলেন, সেক্ষেত্রে ধৃতরাষ্ট্রর মৃত্যুর পর তাঁর জ্যেষ্ঠ পুত্ররই সিংহাসন পাওয়ার কথা। পাণ্ডবদের প্রশ্ন সেখানে উঠছেই না। পাণ্ডুনন্দনদের বিশেষত অর্জুনের বীরত্বের পটভূমিকায় ধৃতরাষ্ট্রর কাতর জিজ্ঞাসা, জ্যেষ্ঠ বলে যুধিষ্ঠির তো রাজা হবে তো? এ আশারই বা মানে কী? যুধিষ্ঠিরের সঙ্গে দুর্যোধনের বয়সের তফাত তো বড় দু'বছর, তা হলে যুধিষ্ঠিরের পর দুর্যোধনের আর রাজা হওয়ার সম্ভাবনা কী করে থাকে? যদি না মাঝখানে এঁরা কেউ যুধিষ্ঠিরকে হত্যা করেন!