বিবরণ
আচার্য্য প্রফুল্লচন্দ্র তাঁর বহুমুখী প্রতিভাবলে সমাজ, শিল্প, জাতীয় উন্নতি, জাতিগঠন ইত্যাদি বিবিধ বিষয়ে যে সুচিন্তিত মতামত ব্যক্ত করেছিলেন লিখিত এবং বক্তৃতাকারে, সেই ইতস্ততঃ বিক্ষিপ্ত প্রবন্ধ এবং বক্তৃতার সারাংশ ‘প্রবন্ধ ও বক্তৃতাবলী’ গ্রন্থে সংকলিত হয়েছে। প্রসঙ্গত, এই সংকলনের প্রথম প্রবন্ধটির শিরোনাম— ‘বাঙ্গালীর মস্তিষ্ক ও তাহার অপব্যবহার’। সংকলনে ৮টি বক্তৃতার সারাংশ সহ মোট ২২টি প্রবন্ধ রয়েছে। ‘অর্থ নৈতিক সমস্যা—বাঙ্গালী কোথায়?’, ‘জাতীয় বিদ্যালয়ের প্রয়োজনীয়তা’, ‘বাঙ্গালা ভাষায় নূতন গবেষণা’ এরকম বেশ কয়েকটি এই সংকলনের উল্লেখযোগ্য প্রবন্ধ।