বিবরণ
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপু ট্রিলজির প্রথম উপন্যাস পথের পাঁচালী। সমগ্র উপন্যাসটি তিনটি খণ্ড ও মোট পঁয়ত্রিশটি পরিচ্ছেদে বিভক্ত। খণ্ড তিনটি যথাক্রমে বল্লালী বালাই, আম-আঁটির ভেঁপু এবং অক্রূর সংবাদ। উপন্যাসটি জুড়ে নিশ্চিন্দিপুরের প্রেক্ষাপটে হরিহর,সর্বজয়া, ইন্দির ঠাকুরণ, অপু এবং দূর্গার জীবনকাহিনির এক সাদাকালো ছবি এঁকেছেন বিভূতিভূষণ। বিভূতিভূষণের পথের পাঁচালী বাংলা সাহিত্যের অন্যতম মাইলস্টোন।