বিবরণ
কৃষ্ণা চায় মহাবীরের পত্নী হতে। প্রেমিক পুরুষের প্রয়াসী, এমন পুরুষ যে তার বন্ধু হবে, তাকে সত্যিকারের সম্মান দেবে। কেন না সে তো যে সে নয়, একজন রাজকুমারীমাত্র নয়। তার প্রার্থিত পুরুষ রাজবংশীয় তো হবেই, হবে তার চেয়েও অতিরিক্ত কিছু। আর এর মধ্যেই তো আছে আসল ইন্দ্রজাল। মধুর এক রোমাঞ্চ।